অসদুপায় অবলম্বন করতে না দেওয়া ষষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫

আবদুল বাসেদ নোয়াখালী:

নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের এক স্কুল শিক্ষার্থী পরীক্ষা চলাকালীন সময়ে স্কুলের পার্শ্ববর্তী বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে কর্তব্যরত শিক্ষক তার পরীক্ষার কাগজ নিয়ে যাওয়ার পরপরই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

মৃত ফারহানা আক্তার মোহনা (১২) উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল এবং একই ইউনিয়নের পন্ডিতপুর গ্রামের বেন্টর বাড়ির মো.ফরহাদের মেয়ে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাক সারোয়ার রেজবী জানান, বৃহস্পতিবার সকালে বিনোদপুর উচ্চ বিদ্যালয়ে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হয় সকাল ৯টায়। সকাল সাড়ে ১০টার দিকে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ফারহান আক্তার (১৩) পরীক্ষায় অসদুপায় অবলম্বন করছিল।

কর্তব্যরত শিক্ষক বিষয়টি লক্ষ্য করে তার পরীক্ষার খাতাটি নিয়ে যান। কিছুক্ষণ পরে আবারও তা ফিরিয়ে দেন। সকাল ১১টায় ফারহান পরীক্ষা শেষ করে হল থেকে বের হয়ে আসে এবং পার্শ্ববর্তী বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমে প্রবেশ করে। সেখানেই সে নিজের ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে।

প্রাথমিক বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের চিৎকারে বিদ্যালয়ের শিক্ষকরা দ্রুত ফারহানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে ‘মৃত’ ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে সুধারাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।