অস্কারে অংশ নেবেন ১১ হাজার ভোটার

মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬

বিনোদন ডেস্ক: সিনেমাজগতের মর্যাদাপূর্ণ আসর অস্কারের ভোটিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পাঁচ দিনের এই সময়কালে ভোটের মাধ্যমে আগামী প্রতিযোগিতামূলক পুরস্কারের জন্য মনোনয়ন নির্ধারিত হবে।

১১,০০০ সদস্যের একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু করেছে। ভোট ১৬ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত চলবে এবং ভোটাধিকারীরা ১৯টি বিভিন্ন শাখায় ভোট দিতে পারবেন।

সাম্প্রতিক বছরগুলোতে অ্যাকাডেমির সদস্যপদে আন্তর্জাতিক চলচ্চিত্রকারদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ভোটের ফলাফলে বড় ধরনের রদবদলের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে গোল্ডেন গ্লোব বিজয়ী ক্লেবার মেন্ডোসা ফিলহোর ‘দ্য সিক্রেট এজেন্ট’ এবং এই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পাওয়া ওয়াগনার মউরা অস্কারের মনোনয়নে বড় চমক দেখাতে পারেন।

এবারের অস্কারে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ‘অ্যাচিভমেন্ট ইন কাস্টিং’ বা সেরা অভিনয়শিল্পী নির্বাচন বিভাগ। নতুন এই ক্যাটাগরি নিয়ে ভোটারদের মধ্যে যেমন উৎসাহ আছে, তেমনি রয়েছে খানিকটা অনিশ্চয়তাও।

বিগত কয়েক দশকের রীতি অনুযায়ী, গোল্ডেন গ্লোবের জয়জয়কার অস্কারের মনোনয়নে বড় ভূমিকা রাখে। তবে গিল্ড অ্যাওয়ার্ডস এবং আন্তর্জাতিক সদস্যদের ভিন্নমতের কারণে অনেকসময় হিসেবে গরমিলও দেখা যায়।

১৬ জানুয়ারি ভোটগ্রহণ শেষ হওয়ার পর সারা বিশ্বের নজর থাকবে ২২ জানুয়ারির দিকে, যেদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ৯৮তম অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা।