অহিদুল আলম হাফেজিয়া মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত 

শনিবার, মার্চ ৮, ২০২৫

 

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ 

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলুর তত্ত্বাবধানে মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের জিনারাগ অহিদুল আলম হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার মাদরাসা মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ সুলতান খোকন, যুগ্ম আহ্বায়ক প্রফেসর আলী মর্তুজা, শরীফ হোসেন, আবুল বাশার কিরন, আবদুল মুনাফ, মোহাম্মদ আলী, সদস্য সচিব সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, লাকসাম উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুক, সদস্য সচিব আনিসুর রহমান দুলাল, লাকসাম পৌরসভা যুবদলের আহ্বায়ক মাহবুবুর হক মনু, সদস্য সচিব আফজালুর রহমান, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, যুগ্ম আহ্বায়ক আব্দুল বাতেন, মোঃ বাহারুল আলম বাবর, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, যুগ্ম আহ্বায়ক মানিকুল ইসলামসহ বিএনপি যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ।