
জাতির সংবাদ ডটকম : জাতীয় পর্যায়ে মানবাধিকার ও আইনি সহায়তা সংস্থার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেলেন এটিএন অনলাইন নিউজ পোর্টাল এটিএন এনসিএল এর বিশেষ প্রতিনিধি সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক। সম্প্রতি তিনি আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন।
মোস্তাক বর্তমানে ঢাকা জার্নালিস্ট কাউন্সিল-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এবং একজন সমাজসেবক হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত আছেন।
এই মনোনয়নের মাধ্যমে তাঁর জনকল্যাণমূলক ও সাংবাদিকতা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি পেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন-এর পক্ষ থেকে এক অভিনন্দন বার্তায় জানানো হয়, “মোস্তাফিজুর রহমান মোস্তাক দীর্ঘদিন ধরে মানুষের অধিকার রক্ষায় সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে অসামান্য ভূমিকা রেখে চলেছেন। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব আমাদের সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।”
এ বিষয়ে জানতে চাইলে মোস্তাক বলেন, আমি এই দায়িত্বকে সম্মান ও চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। সমাজের প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানো এবং আইনি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমি নিরলসভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ
উল্লেখ্য, আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন দেশের বিভিন্ন প্রান্তে নিপীড়িত, বঞ্চিত ও বিচার বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। মোস্তাকের মত একজন অভিজ্ঞ ও মানবিক চিন্তাধারার ব্যক্তির এই সংগঠনে যুক্ত হওয়া সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থাকে আরও কার্যকর করে তুলবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।