জাতির সংবাদ ডটকম।।
সম্প্রতি রাজধানীর কাওরানবাজারে সোনার বাংলা ও সোনালী আড়ৎতের সকল মৎস ব্যবসায়ীদের মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাহরিয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ জাকির হোসেন।
আয়োজিত আলোচনা সভায় বক্তারা তাদের বিভিন্ন অভিযোগে ও মতামত প্রকাশ করে বলেন , বিগত স্বৈরশাসকের আমলের যে ব্যবসায়ীরা ছিল তারা এখনো তাদের উপর প্রভাব বিস্তার করতে চায় এবং নির্ধারিত ভাড়া চেয়ে অধিক ভাড়া দাবি করে ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করেছেন। ৫ ই আগস্টে স্বৈরশাসকের পতনের পর আবারো মাথাচাড়া দিয়ে উঠতে চায় পূর্বের শাসকদলের আড়ৎ মালিকগণ।
আওয়ামী লীগের হাজী সেলিম সাবেক পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক স্ত্রী ও আরো দুই তিনজনের নামে এই আড়ৎ গুলো বরাদ্দ করা হয়। তারা অবৈধভাবে এই আড়ৎগুলো থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
আওয়ামী দোসর শরিফ, খলিল, বাবুল মৎস্য ব্যবসায়ীদের জিম্মি করে তাদের থেকে অগ্রিম টাকা এবং ভাড়া বৃদ্ধি করে ভাড়া নেয়ার অভিযোগ উঠেছে।
কিন্তু বর্তমান ব্যবসায়ীরা একত্রিত হয়ে তার প্রতিবাদ করে। মৎস্য ব্যবসায়ীদের দাবি পূর্ব নির্ধারিত ভাড়া ছিল ২০০ থেকে ৩০০ টাকা কিন্তু বর্তমানে স্বৈরাচারের দোসরা ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করে ৪৩০ টাকা ভাড়া প্রদান করার জন্য ব্যবসায়ীদের বলে।
ব্যবসায়ীরা এর প্রতিবাদ করতে গেলে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে এই বিষয়টি স্থানীয় তেজগাঁও থানার ওসিকে অবগত করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মৎস ব্যাসায়ীদের আহবায়ক রহিম মোল্লা, সদস্য সচিব রহিম মাঝি, সাইদুল, হাবিব, পেদা, জামাল হোসেন হিরু,শ্যামল,জহির দেওয়ান, কামরুজ্জামান তারা, ওসমান চৌধুরী, সুবাশ বালা, সিদ্দীক মুন্সি প্রমুখ।