
শেখ আব্দুস সালামঃ
আগামী বুধবার ৬ আগস্ট খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির নগর শ্রীরামপুর গ্রামে জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে বিনামূল্যে বিরাট চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।চোখের যে কোন দৃস্টিগত সমস্যার ফ্রি চিকিৎসা, ছানি অপারেশন ও ঔষধ বিতরণ করা হবে।সাইটসেভার্স -এর অর্থায়নে ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের অভিজ্ঞ – বিশেষজ্ঞ ডাক্তার-নার্সদের সমন্বয়ে গঠিত ১২ জনের মেডিকেল টিম চক্ষু রোগীদের চিকিৎসা প্রদান ও ছানি রোগীদের বাছাই করবেন।বাছাই করা রোগীদের পর্যায়ক্রমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে। ছানি অপারেশনের পর কালো চশমা ও ১ মাসের ঔষধ বিনামূল্যে প্রদান করা হবে। ৬ আগস্ট সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত চলবে এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ।বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধান করবেন বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস চেয়ারম্যান, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিশেষজ্ঞ পরীক্ষক, দৈনিক ইত্তেফাকের যুগ্ম-সম্পাদক আনোয়ার আলদীন।
জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের পক্ষ থেকে
চক্ষু চিকিৎসা গ্রহনে আগ্রহী পাইকগাছা -কয়রার রোগীদের সকাল ৯ টার মধ্যে মোবাইল নাম্বার সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
—