জাতির সংবাদ ডটকম।।
আগামীকাল ৩ নভেম্বর শুক্রবার চলমান আন্দোলনে নিহত পুলিশ, সাংবাদিক, শ্রমিকসহ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দেশব্যাপী দোয়া ও প্রার্থনা।
৫-৬ নভেম্বর ২০২৩
রবি এবং সোমবার (৪৮ ঘন্টা) সারা দেশে সর্বাত্মক অবরোধ।
গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে অবরোধের তৃতীয় দিনে আজ বিকাল ৩.৩০ টায় পুরানা পল্টন থেকে মিছিল শুরু করে বিজয়নগর পানির ট্যাংকি হয়ে পুনরায় পল্টন, জাতীয় প্রেসক্লাব ঘুরে পল্টনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত করে ।
গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এর সভাপতিত্বে, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম এবং নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২৮ অক্টোবর বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার পরিকল্পিতভাবে সহিংসতা সৃষ্টি করে বিরোধীদলের উপর দোষ চাপিয়ে নেতা-কর্মীদের মামলা দায়ের করে গ্রেফতার ও হয়রানি করে আন্দোলন দমন করতে চায়। বিরোধীদলের নেতা-কর্মীদের দৌড়ের উপর রেখে বিরোধী দল ছাড়া আবারো একটা একতরফা, তামাশার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়। শুধু বিরোধী দল ই নয়, এবার মানুষ ও একাট্টা। জনগণ এবার আরেকটা তামাশার নির্বাচন হতে দিবে না।
নেতৃবৃন্দ সরকারের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন অনতিবিলম্বে পদত্যাগ করুন। অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে, জাতীয় সংসদ ভেঙে দিয়ে অবাধ, সূষ্ট, অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থা করুন। তা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচির মাধ্যমে সরকার কে পদত্যাগে বাধ্য করা হবে।