জাতির সংবাদ ডটকম।।
নির্খোঁজে’র ১১ দিনেও সন্ধান মেলেনি স্কুল ছাত্র দুর্জয় সাধু (১৩) ‘র। সে কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের ৮ম শ্রেণীর ছাত্র ও পাইকগাছা উপজেলার কপিলমুনি সাধু পাড়ার মৃত্যুঞ্জয় সাধুর একমাত্র পুত্র।
পরিবার সূত্রে জানা য়ায়, গত রবিবার (২ নভেম্বর) সকালে কাউকে কিছু না জানিয়ে সে বাড়ি থেকে বের হয়। এরপর সরাদিন পেরিয়ে গেলেও সে আর বাড়ীতে ফেরেনি। আত্নীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। আর সেখান থেকে এগারো দিন যাবৎ সে নিখোঁজ রয়েছে৷ তার বয়স ১৩ বছর, উচ্চতা-৫’-৩”, গায়ের রং-শ্যামলা, তার গায়ে টিশার্ট, পরণে জিন্স প্যান্ট এবং পায়ে স্যান্ডেল পরিহিত। একমাত্র পুত্রের সন্ধান না পেয়ে মা পাগল প্রায়, ছুটে ফিরছে দুর্জয়ের সহপাটি বন্ধু- বান্ধবের কাছে, তবে কেউ মুখ খুলছে না, রহস্য দিনদিন ঘনিভুত হচ্ছে, নেমে আসছে পরিবারে বিশাদের ছায়া পরিবারটি সন্ধান পরবর্তী 01925828935 নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। তবে সর্বশেষ এ ব্যাপারে সন্তানের সন্ধান চেয়ে ৭ নভেম্বর পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন পিতা মৃত্যুঞ্জয় সাধু।