স্পোর্টস ডেস্ক: এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালস দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই জানিয়েছেন, আজ তিনি বাংলাদেশে আসছেন।
এর ধারাবাহিকতায় শোয়েব আখতার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, শনিবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশে আসছেন।
ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ বলেন, ঢাকা ক্যাপিটালসের মেন্টর শোয়েব আখতার ১৩ থেকে ১৫ ডিসেম্বর কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন। তবে বিপিএলের সময় তিনি ঢাকায় থাকবেন কিনা, সে বিষয়ে এখনও নিশ্চিত হয়নি।
ঢাকা ক্যাপিটালস তাদের বিপিএল অভিযান শুরু করবে ২৭ ডিসেম্বর সিলেটে। তাদের প্রথম প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পুরো মৌসুমে খেলার জন্য নয়জন পাকিস্তানি ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর ফলে তারা ২৩ জানুয়ারি পর্যন্ত বিপিএলে খেলতে পারবেন।
বিপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি এবার দলে নিয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের। কিন্তু শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য তাদের সবার খেলার বিষয়টি নিশ্চিত নয়।