জাতির সংবাদ ডটকম।।
বৈঠকে কক্সবাজারে অনুষ্ঠিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে’র নির্বাহী কমিটির সভায় গৃহীত সাংবাদিকদের জন্য ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, নবম ও দশম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাপ্তাহিক ছুটি দুই দিন নিশ্চিতকরণ এবং গণমাধ্যম স্বাধীনতা হুমকির বিরুদ্ধে কালা কানুন বাতিলের মতো দাবি উত্থাপন করায় অভিনন্দন জানানো হয়।
বৈঠকে নেতৃবৃন্দের পক্ষ থেকে আওয়ামী আমলে সারাদেশে চাকরীচ্যুত সাংবাদিকদের কর্মসংস্থানের ব্যবস্থা, বন্ধ মিডিয়াগুলো খুলে দেয়ার উদ্যোগ, ফ্যাসিবাদের হামলা মামলার শিকার নিহত-আহত সাংবাদিকদের ক্ষতিপূরণ, ফ্যাসিস্ট দোসর সাংবাদিকদের বিচার ও তাদের অর্জিত অবৈধ অর্থ-সম্পদ উদ্ধারে বলিষ্ঠ ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়।
এই বৈঠক থেকে বিএফইউজে’র নেতৃবৃন্দের কাছে অবিলম্বে বেকার সাংবাদিকদের কর্মসংস্থান সহ উল্লেখিত দাবিগুলো বাস্তবায়নে উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।
সভায় ফোরামের আহবায়ক মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব এ ডি এম সাদ বিন রাবি। শাহরুল ইসলাম রকি, শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, বদিউল আলম চৌধুরী, মতিউর রহমান সরদার, শেখ আনোয়ার প্রমুখ।