আড়াই ঘণ্টার চেষ্টায় হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণ

শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

 

জাতির সংবাদ ডটকম।।

ফায়ার সার্ভিসের ১১ ইউনিটের আড়াই ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় রাজধানীর হাজারীবাগে লেদার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিন দুপুর ২টা ১৪ মিনিটের দিকে চামড়াজাতীয় পণ্যের ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। পরে আগুন ষষ্ঠ ও সপ্তম তলায় ছড়িয়ে পড়ে। এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় স্কাইলিফট। আর পানির ঘাটতি মেটাতে ওয়াসা থেকে পানির গাড়ি আনা হয়। তাদের সঙ্গে যোগ দেন বিজিবি ও সেনা সদস্যরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার শফিকুল ইসলাম জানান, ১১ ইউনিটের চেষ্টায় ওই ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাদের সঙ্গে বিজিবি ও সেনা সদস্যরাও কাজ করেছেন।

তবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে এখনই কিছু নিশ্চিত করেননি তিনি।