আন্তর্জাতিক ভাষা দিবসের শুভেচ্ছায় মির্জাগঞ্জ উপজেলা বিএনপি

রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩

 

মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, পটুয়াখালী জেলা প্রতিনিধি

একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যে উপলক্ষ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে জানানো হয় শুভেচ্ছা। সেই সাথে ভাষা আন্দোলনে জিবন উৎসর্গকারী সকল শহীদের আত্নার মাগফেরাত কামনা করা হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজী জানান; পৃথিবীতে একমাত্র বাঙালি জাতি আমরাই কেবল মাত্র মাতৃভাষা রক্ষার জন্য জিবন দিয়েছি। তথাবিও আমাদের গর্ব এই যে, আজ সারা বিশ্বে বাংলা ভাষা ” আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে পালিত হচ্ছে।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাহাবুদ্দিন নান্নু বলেন; ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। মায়ের ভাষাকে রক্ষার জন্য সেইদিনে রাজপথে আন্দোলন হয়। পাকিস্তানি সরকারি বাহিনীর গুলিতে তরতাজা প্রাণ ঝড়ে পড়ে বাংলা মায়ের দামাল ছেলেদের। সালাম-বরকত-রফিক-শফিক-জব্বার সহ কত নাম না জানা শহীদের আত্মত্যাগে অবশেষে ফিরে পাই আমাদের প্রাণের ভাষা বাংলা। জাতিসংঘের স্বীকৃতির ফলে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে প্রতি বছর।