
আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি:নোয়াখালী সদর উপজেলা বিভিন্ন এলাকায় খাল দখল ,খালের উপর অবৈধ বাঁধ , মাছের জাল কিংবা যে কোন কৃত্রিম স্থাপনা যা পানি নিষ্কাশনের বাধা সৃষ্টি করে এমন খাল নিয়ে কাজ করছে নোয়াখালী প্রেরণা ফাউন্ডেশন এর ক্রাইসিস রিসকিউ ইউনিট নামে একটি সংগঠন
আজ নোয়াখালী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নোয়াখালী সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি এর তত্ত্বাবধানে ভলেন্টিয়ার টিম নিয়ে কাজ করছে। তাদের একটাই লক্ষ নোয়াখালী, সদর উপজেলাকে জলাবদ্ধতা মুক্ত করা।
জলাবদ্ধতা নিরসনকল্পে কাজ করতে গিয়ে এলাকাবাসীর যথেষ্ট সহযোগিতা পেয়েছেন বলে জানান টিম লিডার।