আমরা সাপধরী ইউনিয়নবাসী নদী ভাঙ্গন আর যাতায়াতের দূর্ভোগ থেকে বাঁচতে চাই – বাঁচাতে হবে

বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

 

জামালপুর প্রতিনিধিঃ

ইসলামপুরের সাপধরী ইউনিয়নের কাশারীডোবা থেকে আকন্দ পাড়া পর্ষন্ত এক হাজার মিটার এবং মন্ডলপাড়া থেকে যোকনাই পর্যন্ত পাঁচশ মিটার এলাকায় যমুনা তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করা জরুরী। সেই সাথে মন্ডলপাড়া থেকে কটাপুর হয়ে উলিয়া বাজার পর্যন্ত তিনটি ব্রীজ বাঁধ কাম উঁচু পাকা রাস্তা নির্মাণ করতে পারলে সাপধরী ইউনিয়নটি ইসলামপুর উপজেলার মূল ভূখন্ডের সাথে একাকার হতো। সাপধরী ইউনিয়নবাসী নদী ভাঙ্গন আর যাতায়াতের দূর্ভোগ থেকে বাঁচতে চাই – বাঁচাতে হবে।

সামনে জাতীয় নির্বাচন। সবাই সাপধরীর নদী ভাঙ্গন প্রতিরোধ সহ ব্রীজ ও রাস্তা নির্মানের জন্য আমাদের সকলের প্রাণের দাবী বাস্তবায়ন প্রসঙ্গে কথা বলুন। আসুন আমরা সবাই আমাদের প্রাণের দাবী বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ প্রয়াশ চালাই।