আমার বাংলাদেশ পেশাজীবী কাউন্সিল গঠন; আহবায়ক প্রফেসর ওমর ফারুক, সদস্য সচিব মাহবুব শামীম

শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

 

 

জাতির সংবাদ ডটকম।।

পেশাজীবীদের নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় আমার বাংলাদেশ পেশাজীবি কাউন্সিল গঠনের ঘোষণা দেয়া আমার বাংলাদেশ পার্টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ওমর ফারুকের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিশেষ অতিথি ছিলেন এবি পার্টি’র প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল ও জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ব্যারিস্টার সানী আব্দুল হক।

উপস্থিত সংগঠকদের মতামতের ভিত্তিতে প্রফেসর ওমর ফারুককে আহ্বায়ক ওবায়দুর এফসিএ, মোঃ এমদাদুল হক, প্রৌকশলী সামসুল আলম, অধ্যাপক ফয়সল মুনিরকে যুগ্ম আহবায়ক, মাহবুব শামীমকে সদস্য সচিব, প্রকৌশলী আব্দুল্লাহ জুবায়ের, মোঃ কামাল হোসেন, প্রফেসর হুমায়ুন কবির, মোঃ শাহীন বক্স, মোঃ নুরে আলমকে যুগ্ম সদস্য সচিব ও

মোঃ আরিফুল ইসলাম, হায়দার আলী সেখ, মোঃ সামসুল আরেফিনকে সহকারী সদস্য সচিব করে মোট ৪১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করেন এবি পার্টির আনোয়ার সাদাত টুটুল।

 

উপস্থিত সংগঠকদের সামনে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, এবি পার্টি দেশের সকল শ্রেণি পেশার মানুষকে একত্র করে কল্যানরাষ্ট্র গঠনে কাজ চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজ পেশাজীবীদের এই সংগঠনের যাত্রা শুরু হলো। আমরা আশাকরি সত্যিকার অর্থেই পেশাজীবিরা দেশের কল্যানে, জনগণের সেবায় দলমত নির্বিশেষে ভুমিকা রাখবে ইনশাআল্লাহ।

ব্যারিস্টার সানী বলেন, নতুন সংগঠনের যাত্র শুরু হলো আমরা সবাই আনন্দিত। আজ যারা আমার বাংলাদেশ পেশাজীবি কাউন্সিল গঠন করলেন, দায়িত্ব নিলেন, আশাকরি আপনারা নতুন রাজনীতির মৌলিকত্বকে আত্মস্থ করবেন। আপনাদের সেবার মাধ্যমেই জনগণ এবি পার্টির রাজনীতি বুঝতে পারবে।

এসময় আমার বাংলাদেশ পেশাজীবি কাউন্সিলের বিভিন্ন পর্যায়ের সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।