গোলাম মোস্তফা ভুইয়া
হ্যা, সত্যি-সত্যি-সত্যি
আমি তোমাকে অভিশাপ দিচ্ছি
তোমার মুখের হাসি যেন
কখনো যেন ম্লান না হয়।
তোমার অহংকারের সৌন্দর্য্য
কখনো যেন ম্লান না হয়
চার দিকে যেন ভোমরা গুলি
তোমার সৌন্দর্য্যের জন্য ঘুরে।
আমি অভিশাপ দিচ্ছি,
তোমার সন্দেহের মন যেন
কখনো বিলুপ্ত না হয়
ঐ সন্দেহের মন দিয়ে
হাজারো মন যেন মরে যায়
কিন্তু, তোমার সন্দেহের গাছ যেন
বটবৃক্ষে রুপ নেয়।
সারাজীবন অপলক দৃষ্টিতে
চেয়ে চেয়ে চেয়ে দেখবে
ধ্বংসের স্তুপ
হ্যা, আমি অভিশাপ দিচ্ছি,
তোমার মুখ যেন কখনো
খোলা না হয়
মুখটা খোলা হলে
তুমি হেরে যাবে
বার বার হেরে যাবে।
আমি অভিশাপ দিচ্ছে
তোমাকে যেন হারতে না হয়
তুমি দেখবে চেয়ে চেয়ে
মা-বোন-কন্যা-পুত্র
সকলে ভাড়া খেটে খেটে
চলে যাচ্ছে ……………..।
আমি অভিশাপ দিচ্ছি
তোমার চুলগুলো যেন পড়ে না যায়
তোমার দু পায়ের নখ যেন
বিধাতা আরো সুন্দর করে দেয়
আমি অভিশাপ দিচ্ছি
তোমার প্রশ্নবানের গলা যেন
কখনো নষ্ট না হয়ে যায়
আমি অভিশাপ দিচ্ছি
তোমার চার পাশে
ঘুরে বেড়ানো ভ্রমর গুলি যেন
তোমায় ভালোবাসতে পােরে
তুমিও যেন পারো তাদের
ভালবাসতে-ভালোবাসতে।
আমি জানি
ভালবাসার মানুষকে কখনো
অভিশাপ দিতে নেই
তারপরেও আমি তোমাকে
মন থেকে অভিশাপ দিচ্ছি
তুমি সুখী হও, তুমি সুখী হও
হ্যা, আমি অভিশাপ দিচ্ছি
অভিশাপ দিচ্ছি !
অভিশাপ দিচ্ছি !