আমি আমাকে খুঁজে বেড়াই

রবিবার, অক্টোবর ২৯, ২০২৩

 

  ।।  শারমিন সুলতানা সাথী  ।।

 

আমি আমাকে খুঁজে বেড়াই সেই দৃষ্টির সীমানায়…
যে সীমানায় দাঁড়িয়ে থেকে সূর্যের দুরত্ব মাপা যায়….।

ছোট আর বড় বেলার হিসেবের সমীকরনগুলো
যেথায় মিলাতে পারি নিশ্চিন্তে অবলীলায়…
গভীর রাতে স্বপ্নগুলো ভেঙ্গে, ছেড়ে যেতে চাইবেনা যেথায়
সেথায় খুঁজে পেতে চাই মনের লুকানো নিঃশব্দ কান্নাকে…।

সেই সুন্দর মূহুর্তের সাক্ষী আমি হতে চাই বারবার
যেই সুন্দরতাতে থাকে মনের অব্যক্ত ভালোবাসার বন্দনা…।
যেখানে বুকের নিঃশ্বাসে থাকবে পরম শান্তির উচ্ছাস
জীবন বন্দনায় থাকবেনা কোন কৃত্তিমতার উল্লাস…।