আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী আজ ‎

মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫

জাতির সংবাদ ডটকম।।

‎বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী আজ (১২ আগস্ট)। ১৯৬৯ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন।



‎এই উপলক্ষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ নেতারা বনানী কবরস্থানে কোকোর কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন। কর্মসূচি শুরু হবে সকাল ১১টায়।

‎২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে কোকো মৃত্যুবরণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সহজ-সরল ও অন্তর্মুখী স্বভাবের।

‎বাংলাদেশের ক্রীড়াঙ্গনে, বিশেষ করে ক্রিকেট উন্নয়নে তাঁর অবদান গুরুত্বপূর্ণ। ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দায়িত্ব পালনকালে তিনি ক্রিকেটকে রাজনীতিমুক্ত রাখার জন্য কাজ করেন এবং সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীর সঙ্গে মিলিতভাবে নতুন দৃষ্টান্ত স্থাপন করেন।

‎খেলোয়াড় হিসেবেও কোকো সক্রিয় ছিলেন; ডিওএইচএস ক্লাবের হয়ে দ্বিতীয় বিভাগে ক্রিকেট খেলেছেন। দেশের ক্রীড়া অবকাঠামো ও সংগঠন উন্নয়নে তাঁর ভূমিকাকে এখনও ক্রীড়াঙ্গনের অনেকেই স্মরণ করেন।