
বিনোদন ডেস্ক: তিন দশকের ক্যারিয়ারে কখনোই পর্দায় একসঙ্গে দেখা যায়নি বলিউডের তিন খানকে। তবে সাম্প্রতিক সময়ে আমির একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং তা নিয়ে শাহরুখ-সালমানের সঙ্গেও আলোচনা করেছিলেন। এরপর থেকে ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদেরকে একসঙ্গে দেখার।
অবশেষে এক ছাতার নিচে আসছেন তিন খান- শাহরুখ, সালমান, আমির।
তাও আবার আরিয়ান খানের হাত ধরে। তিন খানের অনুরাগীদের মধ্যেই এই নিয়ে এখন জল্পনা তুঙ্গে। সম্প্রতি সোশ্যালে একটি ছবি ছড়িয়ে পড়ে। শুটিংয়ে ক্যামেরার পিছন থেকে তোলা সেই ছবিতে দেখা যায়, সেটে একটি মেক আপ ভ্যান রাখা।
সেই ভ্যানের গায়ে লেখা শাহরুখ, সালমান ও আমিরের নাম। ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্ন ওঠে, এবার কি তিন খানকে সত্যিই একসঙ্গে দেখা যাবে? নেটাগরিক মন্তব্য করেন, “বহু দিনের স্বপ্ন তিন খানকে একসঙ্গে দেখার। মনে হচ্ছে, অবশেষে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। কিন্তু কোন ছবিতে?”
নেটাগরিকের ধারণা, আরিয়ান খান পরিচালিত আসন্ন ওয়েব সিরিজ ‘ব্যাড্স অব বলিউড’-এ তিন খানকে একসঙ্গে দেখা যাবে। ইতিমধ্যেই সেই সিরিজের ঝলকে দেখা গেছে সালমানকে। শাহরুখও থাকছেন। তাই তাদের সঙ্গে আমিরও থাকবেন, এই বিষয়ে প্রায় নিশ্চিত নেটাগরিকদের একাংশ।
গেল বছর কপিল শর্মার শোতে আমির খান জানিয়েছিলেন, “তিন জনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই তুলেছিলাম। শাহরুখ ও সালমানকে বলি, আমরা তিন জন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে।
ওরাও আমার সঙ্গে একমত হয়েছিলেন। আমাদের সত্যিই তিন জনের একসঙ্গে একটা ছবি করা দরকার। আশা করছি, এটা বাস্তবায়িত হবে। তবে এর জন্য একটা ভালো গল্পের প্রয়োজন ভাল চিত্রনাট্য দরকার। সেটারই অপেক্ষায় রয়েছি আমরা।”
উল্লেখ্য, ‘ব্যাড্স অব বলিউড’ দিয়ে বলিউডে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ হতে যাচ্ছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি।