আর কোন ফ্যাসিবাদ স্বৈরাচার বাংলাদেশে জন্ম নিতে পারবেনা- হামিদী

শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

মিরসরাই প্রতিনিধিঃ

পতিত স্বৈরাচার ফ্যাসিবাদ সরকারের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামি। বিক্ষোভ মিছিল ও সমাবেশে শতশত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নিয়ে ফ্যাসিবাদ বিরোধী শ্লোগান দিয়ে রাজপথ মুখরিত করে তোলে ।

 

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে জোরারগঞ্জ তাজমহল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল বাজারের মহাসড়ক প্রদক্ষিন শেষ করে মুহুরী প্রজেক্ট সড়কের মুখে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জোরারগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোক্তার হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি নুর নবীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল হুদা হামিদী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মাইন উদ্দিন, জোরারগঞ্জ থানা বাইতুল মাল সম্পাদক মাওলানা আবদুল গফুর, ওচমানপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ইকবাল হোসাইন চৌধুরী, দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুল মান্নান, জামাল উদ্দিন, নাছির উদ্দীন, এডভোকেট আশ্রাফ ছিদ্দিকী প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে নুরুল হুদা হামিদী বলেন, ৫ আগষ্টের গনঅভ্যুর্থানের পর বর্তমান সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে। জনগন এবং ছাত্রদের কে সজাগ থাকতে হবে। বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ পুনর্জীবিত হতে দেওয়া যাবে না। আর কোন ফ্যাসিবাদ স্বৈরাচার বাংলাদেশে জন্ম নিতে পারবেনা। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনশক্তিকে নির্বাচিত করতে হবে।