বিনোদন রিপোর্ট:
প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম সহ ইউটিউবে বেশ সাড়া ফেলেছে জনপ্রিয় কণ্ঠশিল্পী তোসিবা বেগমের নতুন একটি মৌলিক গান,গানটির শিরোনাম ‘নয়া বাতাস’। গানটির চমৎকার মিউজিক্যাল ফিল্ম নির্মান করেছেন তরুণ নির্মাতা বিপ্লব হোসেন।
প্রেমময় গানের ছন্দে তুমুল নাচের এক গানচিত্রটি ‘এইচবি ফিল্মস’-এর ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে গেলো ২৪ ডিসেম্বর।
অনেকটা সিনেমার আইটেম গানের আদলে তৈরি এই গানচিত্রটি যেন নতুন বছরের আনন্দ-আমেজ নিয়ে হাজির হয়েছে। নির্মাতার দাবি, এতে অংশ নিয়েছেন শতাধিক শিল্পী!
রকিব আলীর গীত রচনায়, শোভন রায়ের সুর ও সংগীতে এই গানটিতে তোসিবার সাথে রেপার হিসেবে ছিলেন এ সময়ের জনপ্রিয় রেপার রিজান ।
জানতে চাইলে তসিবা জানান, নয়া দামান, ‘কালাচান’র মতোই বা তার থেকেও অধিক সফলতা নিয়ে‘নয়া বাতাস’ গানটিও জনপ্রিয়তার তুঙ্গে থাকবে এমনটাই আশা করি। সবমিলিয়ে গানটি দারুণ হয়েছে।
গানটি প্রসঙ্গে গীতিকার রকিব আলী জানান, ‘ব্যয়বহুল আয়োজন ও সবার অক্লান্ত পরিশ্রমে একটি সুন্দর কাজ হয়েছে। এরকম মিউজিক্যাল ফিল্ম সচরাচর দেখা যায় না। নির্মাতা ও পুরো টিম তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন একটা ভালো কাজ দর্শক-শ্রোতাদের উপহার দেয়ার জন্য।’
গানটিতে সিনেমাটোগ্রাফার কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে রোহান বেলালের কোরিওগ্রাফিতে এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শিশির সরদার ও অলংকার চৌধুরী। সঙ্গে প্রায় শতাধিক সহশিল্পী।
কাজটি নিয়ে নির্মাতা বিপ্লব হোসেন বলেন, ‘ম্যাটাফরিক ফরমেটে আমরা কাজটি করেছি, যেখানে সচরাচর গল্পের বাইরে অন্যরকম গল্প পাওয়া যাবে। রাজধানীর পুরান ঢাকার একটা বাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে এর শুটিং সম্পন্ন করেছি। আশা করছি গানটি অনেকদূর যাবে।