
বিনোদন ডেস্ক: একটি ইউটিউব আসক্ত বাবার জীবন দর্শন ও বিয়ের ‘সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট’ নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘বিয়ে যখন এক্সপেরিমেন্ট’। প্রযোজনা সংস্থা ‘আমার নাটক’–এর ব্যানারে নির্মিত এই নাটক খুব শীঘ্রই ইউটিউব–এ মুক্তি পাবে। নাটকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন রুমেল আহমদ, এবং পরিচালনা করছেন তারেক শিকদার। চিত্রগ্রহণের দায়িত্বে আছেন পাবেল আহমদ।
‘আমার নাটক’–এর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সর্বদা মানসম্মত কাজ দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। নাটকের প্রধান আকর্ষণ হলো গল্পের স্বতন্ত্র বিষয়বস্তু, যা রুমেল আহমদ–এর সৃজনশীল লেখনী দ্বারা নাটকটিকে ভিন্ন মাত্রা দিয়েছে।
গল্পে দেখা যাবে বিয়ে কে একটি ‘বৈজ্ঞানিক পরীক্ষা’ হিসেবে দেখছেন এক বাবা। বাবার অদ্ভুত পরীক্ষা ও আচরণের কারণে পাত্রী দেখা অনুষ্ঠানটি হাস্যরসপূর্ণ পরিস্থিতিতে পরিণত হয়। তবে হাস্যরসের আড়ালে নাটকটি একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়—মানুষের মন জয় করতে বিশ্লেষণ নয়, সরলতা ও সততা প্রয়োজন।
নাটকে অভিনয় করেছেন ফারুক আহমদ, মিলি বাশার, আরাব মেঘ, ডিম্পল আহমদ, রুনা বেগম, দুলা খান, এবং গল্পের কেন্দ্রে রয়েছেন রিজভী, এক বুদ্ধিমান যুবক, যার বাবা ‘সায়েন্টিফিক কম্প্যাটি বিলিটি এক্সপেরিমেন্ট’–এ অনুষ্ঠান পরিচালনা করেন। নাটকটি সরলতা, সততা ও সম্পর্কের গভীরতা তুলে ধরে, যা দর্শক মনে চমক তৈরি করবে।
প্রযোজনা সংস্থা জানিয়েছে, নাটকটি পোষ্ট-প্রোডাকশনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে মুক্তি দেওয়ার এই উদ্যোগ দর্শকদের কাছে নাটকটি সহজে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। মুক্তির সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষিত হয়নি, তবে সংস্থা নিশ্চিত করেছে এটি খুব শীঘ্রই দেখানো হবে।