নিজস্ব প্রতিবেদক :
স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবীতে ও সারাদেশে আওয়ামী লীগের যেকোন সন্ত্রাস নৈরাজ্য অপকর্মের বিরুদ্ধে এবং শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।
আজ রবিবার ( ১০ নভেম্বর) সকাল থেকে নেতাকর্মীরা তাদের নিজ নিজ এলাকায় এ বিক্ষোভ মিছিল করে।
দক্ষিণখান থানা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে ৪৭ নং ওয়ার্ডে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক ও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল তালুকদার এর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলে থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
ঢাকা- ৫ আসনের বিএনপির প্রধান সমন্বয়ক আলহাজ্ব নবী উল্লাহ নবী’র সার্বিক তত্বাবধানে ডেমরা থানা বিএনপি নেতা থানা সভাপতি পদপ্রার্থী এস এম রেজা চৌধুরী সেলিম ও থানা সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আনিসুজ্জামান এর নেতৃত্বে ডেমরা স্টাফ কোয়ার্টারের এলাকায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিমানবন্দর থানা বিএনপির বিক্ষোভ মিছিলে থানা বিএনপির যুগ্ন আহবায়ক আসলাম হোসেন, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তারেক যুগ্ম আহ্বায়ক মঞ্জুর হোসেন পাটায়ারী, যুগ্ন আহবায়ক বশির আহমেদ,যুগ্ন আহবায়ক মোস্তফা বেপারী প্রমুখ নেতৃত্ব দেন।
রুপনগর থানা বিএনপির মিছিলে নেতৃত্ব দেন থানা বিএনপির আহবায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক, যুগ্ম আহবায়ক আলী আহমেদ রাজু, শেখ হাবিবুর রহমান হাবিব,অলিউল হাসানাত তুহিন মাষ্টার প্রমুখ।
রুপনগর থানার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুর রহমান মামুন এর নেতৃত্বে এলাকায় বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল করেছে আদাবর থানা বিএনপি ও ৩০ নং ওয়ার্ড বিএনপি। মিছিল নেতৃত্ব দেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাদেক হোসেন স্বাধীন, যুগ্ম আহবায়ক কামাল হোসেন সরকার, ৩০ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সালাম হাওলাদার সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস প্রমুখ।
বিক্ষোভ মিছিল করেছে পল্লবী থানা বিএনপির নেতাকর্মীরাও।