ক্রীড়া ডেস্কঃ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে দুর্দান্ত গতিতে ছুটছে আর্সেনাল। একের পর এক জয় তুলে নিচ্ছে মিকেল আর্তেতার দল। ধারাবাহিকতা বজায় রেখে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেও ২-০ গোলের জয় পেল ‘গানার্স’রা। এ নিয়ে লিগে ইউনাইটেডের বিপক্ষে সবশেষ চার দেখাতেই জয়ের স্বাদ পেল তারা।
প্রথমবারের মতো লিগে ইউনাইটেডের বিপক্ষে টানা চার ম্যাচ জিতল আর্সেনাল। আর হতশ্রী ফুটবল খেলে হুবেন আমুরির কোচিংয়ে চার ম্যাচে প্রথম হারের তেতো স্বাদ পেল ইউনাইটেড।
প্রথমার্ধে গোলের জন্য তিনটি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি আর্সেনাল, সেখানে দ্বিতীয়ার্ধে তাদের ১১ শটের ৬টি ছিল লক্ষ্যে। পুরো ম্যাচে ইউনাইটেডের ৫ শটের ২টি ছিল লক্ষ্যে, দুটিই দ্বিতীয়ার্ধে।
আগের রাউন্ডে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৫-২ গোলে জেতা আর্সেনাল আক্রমণে কিছুটা এগিয়ে থাকলেও প্রথমার্ধে তারা পরিষ্কার সুযোগ তৈরি করতে পারে কেবল একটিই, অষ্টম মিনিটে ডেকলাইন রাইসের কর্নারে কাছ থেকে লক্ষ্যভ্রষ্ট হেড করেন থমাস পার্টি।
গত রাউন্ডে এভারটনকে ৪-০ গোলে হারানো ইউনাইটেড এবার ঘর সামলাতেই ব্যস্ত থাকে বেশি। গোলের জন্য তারা প্রথম শট নিতে পারে ৪২তম মিনিটে। ম্যাসন মাউন্টের সেই কোনাকুনি শট লক্ষ্যে থাকেনি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আর্সেনালের আক্রমণে ধার বাড়ে। ৫৪তম মিনিটে গোলের দেখা পায় তারা। রাইসের কর্নারে কাছের পোস্টে হেডে বল জালে পাঠান টিম্বার।
৬৭তম মিনিটে প্রথম কোনো প্রচেষ্টা লক্ষ্যে রাখতে পারে ইউনাইটেড। ব্রুনো ফের্নান্দেসের ক্রসে মাটাইস ডি লিখটের হেড ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন গোলরক্ষক দাভিদ রায়া।
৭৩তম মিনিটে ব্যবধান বাড়িয়ে ইউনাইটেডের ঘুরে দাঁড়ানোর পথ আরও কঠিন করে তোলে আর্সেনাল। বুকায়ো সাকার কর্নারে পার্টির হেড সালিবার পিঠে লেগে জালে জড়ায়।
১৪ ম্যাচে ৮ জয় ও ৪ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল।আরেক ম্যাচে সাউথ্যাম্পটনকে ৫-১ গোলে হারানো চেলসিরও ২৮ পয়েন্ট, গোল পার্থক্যে দুইয়ে আছে তারা।নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ৩-৩ ড্র করা লিভারপুল ৩৫ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।নটিংহ্যাম ফরেস্টকে ৩-০ গোলে হারানো ম্যানচেস্টার সিটি ২৬ পয়েন্ট নিয়ে চারে আছে।আসরে পঞ্চম হারের স্বাদ পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ১৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে।