ইন্ডিয়ায় বসে হাসিনা ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে-নাটোরে দুলু

শনিবার, নভেম্বর ১৫, ২০২৫

 

নাটোর প্রতিনিধি।।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ২ আসনের ধানের শীষের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষের একমাত্র প্রতীক ধানের শীষ, ধানের শীষ হচ্ছে এদেশ এ জাতির অধিকারের প্রতীক। এ ধানের শীর্ষের প্রতীক হচ্ছে এদেশের মানুষের অধিকার এবং মানুষের অধিকারের প্রতীক স্বাধীনতার প্রতীক , সার্বভৌমত্বের প্রতীক এই ধরনের শীর্ষের প্রতীক। এই ধানের চাষের প্রতীকে মানুষ ভোট দেওয়ার জন্যে অপেক্ষা করছে। প্রিয় ভাইয়েরা আমার আর এজন্য আপনাদের কাছে অনুরোধ ।

তিনি আরো বলেন, এই ইন্ডিয়ায় বসে হাসিনা ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। বিএনপিকে ঠেকাতে হবে প্রয়োজন হলে আওয়ামী লীগ পাকিস্তানের সঙ্গে হাত মিলাবে, প্রয়োজন হলে জামাতের সাথে হাত মিলাবে।

তিনি আজ শনিবার বিকেলে নাটোর সদরের ১ নং.ছাতনী ইউনিয়নের পন্ডিত গ্রাম সাবিনা ইয়াসমিন ছবি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের প্রতীক কে বিজয়ী করার লক্ষ্যে কর্মী সম্মেলনে এই সব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওযাজ, যুগ্ম আহব্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব,জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম,কাজী শাহ আলম, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, যুব দলের সভাপতি এহাই তালুকদার ডালিম সহ বিএনপির নেতা কর্মিরা।