ইবিতে আদিবাসী খাসিয়া জনগোষ্ঠীর অধিকার বিষয়ে পিএইচডি সেমিনার

রবিবার, মে ৪, ২০২৫

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে ‘ট্রেডিশনাল ল্যান্ড রাইটস অব ইনডিজেনিয়াস পিপল: দ্যা কেইস অব খাসিয়া কমিউনিটি ইন বাংলাদেশ’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে আইন অনুষদের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাহিদা আখতার। আজকের গবেষণার বিষয়বস্তু ছিলো ‘অবসারবেন্স অন ল্যান্ড ঔনারশিপ অ্যান্ড ল্যান্ড লস অ্যামং খাসিয়া কমিউনিটি ইন বাংলাদেশ’। গবেষণাটির তত্ত্বাবধানে ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. সৈয়দা সিদ্দিকা।

 

সেমিনারে আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহার সভাপতিত্বে বিশেষজ্ঞ হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খান। আরো উপস্থিত ছিলেন ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা।

 

গবেষক সাহিদা আখতার উপস্থাপিত প্রবন্ধের মূল বিষয়বস্তু- বাংলাদেশে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য খাসিয়া জনগোষ্ঠী। এছাড়াও আরো বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী রয়েছে।  এই জনগোষ্ঠীরা বিভিন্ন সময়ে ভূমির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাদের নিপীড়ন করে পৌত্রিক ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। এ গবেষণার মাধ্যমে বিদ্যমান আইন সংশোধন করে অথবা নতুন আইন প্রণয়নের মাধ্যমে খাসিয়াদের প্রথাগত আইনের সমন্বয় করে কিভাবে তাদের জীবনযাত্রার উন্নতি করা যায় সে বিষয়ে তুলে ধরা হয়েছে।

 

আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খান ভূমি সংক্রান্ত আইন পরিবর্তন বা সংশোধনীর মাধ্যমে বিদ্যমান ল্যান্ড ট্রাইবুনালের পাশাপাশি ভূমি আদালত গঠন করা, সংশ্লিষ্ট দপ্তরে ভূমি এক্সপার্ট নিয়োগ ও ভূমি সংশ্লিষ্ট অপরাধ দমনের লক্ষ্যে পুলিশদের থেকে স্পেশাল ব্রাঞ্চ গঠন করার ওপর আলোকপাত করেছেন।