ইবিতে উস্কানিমূলক পোস্টের জেরে আওয়ামীপন্থী শিক্ষককে ধাওয়া

মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫

 

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট করাকে কেন্দ্র করে এক আওয়ামী পন্থী শিক্ষকে ধাওয়া করেছে শিক্ষার্থীরা। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শহীদুল ইসলাম। আজ (১১ মার্চ) মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

 

ক্যাম্পাস সূত্রে জানা যায়,  প্রশাসন ভবনে ভর্তি সংক্রান্ত একটি মিটিংয়ে অংশ নেন বিভাগীয় সভাপতিরা। এ সময় শিক্ষার্থীরা মিটিং রুমের বাইরে অবস্থান নিয়ে আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় আওয়ামীপন্থী শিক্ষকেরা সভাকক্ষ থেকে বের হয়ে প্রস্থান করেন।

 

সভাকক্ষ প্রস্থান করার সময় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট  বিভাগের সভাপতি শিক্ষক শহীদুল ইসলাম প্রশাসন ভবন থেকে বের হয়ে ভ্যানে উঠে বিভাগের উদ্দেশ্যে রওনা হন। এ সময় পেছন থেকে শিক্ষার্থীরা শহীদুল ইসলামকে ধাওয়া দেন। পরে তিনি বিভাগের সভাপতির কক্ষে অবস্থান নেন। বিভাগীয় সভাপতির কক্ষের বাইরে তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। পরে প্রক্টরিয়াল বডির মধ্যস্থতায় তাঁকে বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে করে নিরাপদে ক্যাম্পাস থেকে নিয়ে যাওয়া হয়।

 

শিক্ষার্থীরা জানান, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শহীদুল ইসলাম প্রকাশ্যে বিরোধিতা করেন। ওই সময় আওয়ামীপন্থী শাপলা ফোরামের ব্যানারে করা মিছিলে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি এখনো আওয়ামী লীগের পক্ষে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালান। গত ৭ মার্চও উস্কানিমূলক পোস্ট করেন তিনি। সভাপতি পদ থেকে দ্রুত অপসারণের দাবি জানান শিক্ষার্থীরা।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শহীদুল ইসলাম মন্তব্য করতে রাজি হননি।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আপাতত রেস্টে যাবে বলায় নিরাপদে পৌঁছে দিলাম।