
মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” (বৈছাআ) ইবি শাখার উদ্যোগে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (৬ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুলাই উদ্যানে অন্তত একশত গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান, বৈছাআ ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ, পঙ্কজ রায় প্রমুখ।
এ বিষয়ে সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ বলেন, “জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে প্রায় দুই হাজার বৃক্ষরোপণের একটি কর্মসূচি হাতে নিয়েছি। এরই ধারাবাহিকতায় গতদিন সেন্ট্রাল মসজিদ প্রাঙ্গণে কিছু গাছ লাগিয়েছি। আজ জুলাই উদ্যানে রোপণ করেছি। আমাদের এ কর্মসূচি পুরো জুলাই মাসজুড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে চলবে।”
প্রসঙ্গত, গত ২ জুলাই বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণের মধ্য দিয়ে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।