
মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ২ হাজার ২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর মধ্যে ১৮ শত ২৮ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল ৯০ শতাংশ।
রবিবার (১১ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ধর্মতত্ত্ব অনুষদভুক্ত তিনটি বিভাগ (আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ) এবং কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগসহ মোট চারটি বিভাগের সমন্বয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী জানান, ‘২টি একাডেমিক ভবনে পরীক্ষা হয়েছে। প্রক্টরিয়াল বডি নিরাপত্তার বিষয়ে সচেতন ছিল। কোনো ধরনের অভিযোগ আসেনি।’
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘উপস্থিতি সন্তোষজনক। একটি প্রেরণার ব্যাপার যে ইসলামী বিশ্ববিদ্যালয় জিএসটির বাইরে থেকেও ভালো উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে পরীক্ষা নেওয়া হয়েছে। সবাই সর্বাত্মক সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করছে। কুষ্টিয়া-ঝিনাইদহের জনপ্রশাসনও পর্যাপ্ত সহযোগিতা করেছে। লক্ষ্য করেছি যে শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ছাত্র সংগঠনগুলো সুশৃঙ্খলভাবে সহযোগিতা করেছে।’