ইবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির ইফতার মাহফিল

রবিবার, মার্চ ৯, ২০২৫

 

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাতক্ষীরা জেলা থেকে আগত শিক্ষাথীদের সংগঠন সাতক্ষীরা জেলা ছাত্রকল্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে সংগঠনটির সভাপতি আহসান যুবায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হাদিস এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আকতার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুদ হোসেন, সাবেক সভাপতি আবু সোহান, জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির সাবেক সভাপতি আরিফুল ইসলাম, বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আরিফুল ইসলাম এবং সাতক্ষীরা জেলা থেকে আগত শিক্ষার্থীরা।
এসময় আগত অতিথিরা রমজানের বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং
দোয়া মোনাজাত করেন।

উল্লেখ্য ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হ‌ওয়ার পর থেকে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ জেলা থেকে আগত শিক্ষাথীদের কল্যাণে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে।