ইসরায়েলি পতাকা বহন করায় পশ্চিমবঙ্গে বিজেপি নেতার বিরুদ্ধে মামলা!

মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের পতাকা হাতে নিয়ে মিছিল করার অভিযোগে বিজেপির এক সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সাম্প্রদায়িক বিশৃঙ্খলার চেষ্টা ও ভারতীয় জাতীয় পতাকার অবমাননার অভিযোগে সাবেক বিজেপি সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং ও তার একাধিক অনুগামীর বিরুদ্ধে অভিযোগ দয়া করেছেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের মমতার দলের বিধায়ক সোমনাথ শ্যাম।

গত ৬ এপ্রিল রাম নবমীর দিন, সনাতনী পতাকা ও ভারতীয় পতাকার সঙ্গে ইসরায়েলি পতাকা নিয়ে শোভাযাত্রা করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাবেক বিজেপি সংসদ অর্জুন সিং। একাধিক মুসলিম অধ্যুষিত এলাকার মধ্য দিয়ে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। তৃণমূল বিধায়কের অভিযোগ, ইসরায়েলি পতাকা নেওয়ার মাধ্যমে ওই এলাকায় সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন ওই বিজেপি নেতা।