ইসলামী আন্দোলনের উপদেষ্টা অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন খানের দাফন সম্পন্ন

শনিবার, জুন ৮, ২০২৪

জাতির সংবাদ ডটকম : ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা পরিষদের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান (৭৮) বৃস্পতিবার সন্ধ্যা ৭.৩০ মি. সিলেটের মোহাম্মদপুর আবাসিক এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজে জানাজা আজ শুক্রবার ২.৩০ মিনিটে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।
.
জানাজায় শরীক হতে ঢাকা থেকে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল হাফেজ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাাদনী, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সিলেটে গিয়ে পৌঁছেন সকালে। দলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, সিলেট জেলা, মহানগরের সর্বস্তরের নেতাকর্মী, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জমিয়ত নেতৃবৃন্দ, সর্বস্তরের উলামায়েকেরামসহ হাজার হাজার মুসল্লি জানাজায় শরীক হন।

দোয়া মাহফিল : মরহুমের ইন্তেকালের সংবাদ বিদ্যুৎগতিতে সারাদেশে ছড়িয়ে পড়লে বিভিন্ন জেলা ও থানা শাখা দোয়া মাহফিলের আয়োজন করে। এতে মরহুমের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এদিকে আজ শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে একটি মিলনায়তনে প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন সংগঠনের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

এদিকে আজ শুক্রবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের মজলিসে আমেলার নিয়মিত এক সভা রাজধানীর ভাটারাস্থ নগর উত্তর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি আলহাজ্ব প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। নগর সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলামের সঞ্চালনায় বৈঠকে বৈঠকে নগর আমেলার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং ঘোষিত বাজেট নিয়ে বিশদ আলোচনা করা হয়।