ইসলাম পুর পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে

সোমবার, মার্চ ১৮, ২০২৪

 

নিজস্ব প্রতিবাদক:

 

কক্সবাজার পৌর সভার ৭ং ওয়ার্ড কাদের মাষ্টারের ঘোনা ইসলাম পুর এলাকায় পাহাড় কেটে সরকারি খাস জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।

এলাকা সুত্রে জানা যায় যে, বেলাল হোসেন রশিদ নামক এক যুবক জবরদখল করে পাহাড় কেটে সরকারি খাস জমিতে পরিবেশ ও বনবিভাগ এবং কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষকে বৃদ্ধ আঙুল দেখিয়ে বহুতল ভবন নির্মাণ করছে।

প্রতিবেদক সরজমিনে তদন্ত প্রতিবেদনে দেখা যায় যে, বেলাল হোসেন রশিদ পিতা-মৃত আমান উল্লাহ পূর্বের স্থায়ী ঠিকানা মাতার বাড়ি মহেশখালি কক্সবাজার শহরে চাকরির সুবাদে অত্র এলাকায় সরকারি খাস জমি জবরদখল করে পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণ করছে।

পরিবেশ ও বনবিভাগ এবং কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষকে তোয়াক্কা না করে নিজ গতিতে পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণ করে আসছে।

এ বিষয়ে – অভিযুক্ত পাহাড় জবরদখলকারী বহুতল ভবন নির্মাণাধীন মালিক বেলল হোসনে রশিদকে মুঠো ফোনে যোগাযোগ করা হলে কোন রকম সৎত্তর মিলেনি।

পাহাড় কাটা পরিবেশ বিনষ্টকারী বেলাল হোসেন রশিদ বিষয়ে – কক্সবাজার পরিবেশের ঊর্ধ্বতন কর্মকর্তার জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা বেলাল হোসেন রশিদের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় নি। তবে পাহাড় কাটা নিয়ে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। এখন বিষয়ে বেলাল হোসেন রশিদের অভিযোগ পাওয়া গেছে তদন্ত পূর্বক ব্যবস্হা নেওয়া হবে জানিয়েছেন।