
নিজস্ব প্রতিবেদক ।
ঈদের ছুটিতে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার মাতৃ সদন গুলোতে প্রসুতী মায়েদের নরমাল ডেলিভারির হিড়িক পড়েছিল। এর মধ্যে ময়মনসিংহ সদরের থানারঘাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে মোট ২৫ টি নরমাল ডেলিভারি সম্পূর্ণ হয়।
রমজান মাসে ৬৬ এবং গত ১৫ মাসে মোট ১৫৩১ টি ডেলিভারি সম্পূর্ণ হয়।
ঈদের ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত ও দক্ষ জনবল থাকায় এ অর্জন সম্ভব হয়েছে ।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর ময়মনসিংহের বিচক্ষণ বিভাগীয় পরিচালক মতিউর রহমান ও উপ-পরিচালক মাজহারুল হক চৌধুরীর তত্ত্বাবধানে জেলার বিভিন্ন জায়গার দক্ষ ও অমুসলিম পরিবার কল্যাণ পরিদর্শিকাদের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সাময়িক সংযুক্তিতে নিয়োগ ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের এই সাফল্য অর্জিত হয়েছে বলে জানা যায় ।
উল্লেখ্য যে ঈদের ছুটিতে ময়মনসিংহ থানারঘাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৫টি নরমাল ডেলিভারির ১৩ টিই পরিবার কল্যাণ পরিদর্শিকা সোমা রানী বর্মন একাই সম্পূর্ণ করেছেন এবং বাকিগুলোতেও বিশেষ সহযোগিতা করেছেন।
এছাড়াও ময়মনসিংহের গৌরীপুরে ঈদের ছুটিতে তিনটিও রমজান মাসে ৪২ টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয় ।
নেত্রকোনা মাতৃসদনে ঈদের ছুটিতে ১৬ টি এবং গত ১৫ মাসে ১৯২২টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়।
শেরপুর ও জামালপুরেও ঈদের ছুটিতে নরমাল ডেলিভারি সংখ্যা ছিল চোখে পড়ার মত।