উখিয়ায় অস্ত্র-গুলিসহ আরসা কমান্ডার আটক

বুধবার, মে ১০, ২০২৩

জাতির সংবাদ ডটকাম: কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার কমান্ডার হাফেজ জুবায়েরকে (৩২) আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি চারটি ওয়ান শুটার গান, ৩২ রাউন্ড গুলি, এক রাউন্ড গুলির খোসা, দুটি ওয়াকিটকি সেট ও চার্জার জব্দ করা হয়।

বুধবার (১০ মে) ভোর ৪টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৯ ব্লক- এ/১৪ এলাকা থেকে তাকে আটক করা হয়। হাফেজ জুবায়ের উখিয়ার ক্যাম্প-১৯ এর ব্লক-এ/১৪ এর ওমর মিয়ার ছেলে। তিনি আরসার কমান্ডার হিসেবে ক্যাম্পে পরিচিত।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক রোহিঙ্গা জানান, আটক আরসা কমান্ডার জুবায়ের ক্যাম্প এলাকায় অপহরণ, খুন, চাঁদাবাজিসহ নানা অপরাধ নিয়ন্ত্রণ করতো। তার অত্যাচার নির্যাতনে আতঙ্কে থাকতো সবাই। তার হাতে অনেক সাধারণ রোহিঙ্গা নির্যাতনের শিকার হয়েছে। তবে, ভয়ে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।

৮ এপবিএনের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. ফারুক আহমদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাম্পে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় আরসা কমান্ডার হাফেজ জুবায়েরকে আটক করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।