‎উত্তরায় বিমান দুর্ঘটনা : তারেক রহমানের সমবেদনা, দলের নেতাকর্মীদের এগিয়ে আসার নির্দেশ

সোমবার, জুলাই ২১, ২০২৫


জাতির সংবাদ ডটকম।।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

‎সোমবার (২১ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনায় সভার শুরুতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ সমবেদনা জানান। সভার শুরুতে তারেক রহমান বলেন, উত্তরায় ভয়াবহ ও মর্মান্তিক বিমান দুর্ঘটনায় একজন ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এমন মৃত্যুর সংবাদ যেন একজনের মধ্যে সীমাবদ্ধ থাকে সেজন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।


‎এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিমান দুর্ঘটনাস্থলে বিএনপির পক্ষ থেকে উদ্ধার কার্যক্রমে অংশ নিতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের যুক্ত হওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি মেডিকেল টিম পাঠানোর নির্দেশনা দেন।


‎আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর এফ -৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। এরপরই সেটি বিধ্বস্ত হয়। বিমানটি মাইলস্টোন স্কুলের হায়দার হল নামের একটি ভবনের ক্যানটিনের ছাদে গিয়ে আছড়ে পড়ে বলে জানা গেছে।

‎এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত ২০ জনকে নেওয়া হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এছাড়া আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।