
জাতির সংবাদ ডটকম।।
উত্তরার দিয়াবাড়িতে মাইলষ্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে ছুটির মুহূর্তে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় এখনো পর্যন্ত ১জন নিহত সহ বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে।
বিমান বিধ্বস্তের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ উদ্ধারকাজে সরকারকে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সাথে তারা দলের নেতৃবৃন্দদের রক্তদান সহ চিকিৎসার সার্বিক সহোযোগিতার নির্দেশনা প্রদান করেন।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এর আগেও বিমান বাহিনীর বেশকিছু প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রশিক্ষক ও প্রশিক্ষণরত কর্মকর্তাদের অনেকে নিহত হয়েছেন। এগুলো দেশের জন্য খুবই দুঃখজনক ঘটনা। এবিষয়ে বিমান বাহিনীর উচিত সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় সার্বিক ব্যবস্থা করা।
নেতৃবৃন্দ বিমান দূর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।