উপজেলা পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ

বগুড়ার আদমদীঘি উপজেলা পরিদর্শন করেন অতিরিক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান।

(২৯জুলাই) মঙ্গলবার দুপুরে উপজেলা পরিদর্শনে এসে পরিষদের বাউন্ডারি ওয়াল উদ্বোধন ও আনসার ক্যাম্প উদ্বোধন করেন।

এরপর জনস্বাস্থ্য স্যানিটারি উপকরণ বিতরণ, উপকারভোগীদের মাঝে সেলাইমেশিন, হুইলচেয়ার, ফুটবল ও খেলার সামগ্রী বিতরণ এবং বিভিন্ন দপ্তরের অফিসারদের সাথে মতবিনিময় সভা, নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন, আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন, সান্তাহার ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, রক্তদহ বিল পর্যটন স্পট পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন, কৃষি অফিসার রবিউল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার ডা. বেনজির আহমেদ, প্রকৌশলী রিপন কুমার সাহা, ওসি মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা
জাহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী সুলতান মাহমুদ, আইসিটি কর্মকর্তা রোকনুজ্জামান প্রমূখ।