উলুদাহ, বাদালদি, উত্তরা এলাকায় এনএসআই এর ভয় দেখনোর অভিযোগে মানববন্ধন 

বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

জাতির সংবাদ ডটকম।।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বক্তৃতায় বক্তারা বলেন, এনএসআই (ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স) বাংলাদেশের প্রধান বেসামরিক গোয়েন্দা সংস্থা। এনএসআই এর সদর দপ্তর ঢাকার সেগুনবাগিচায়। এনএসআই হল বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা, সন্ত্রাস দমন, কাউন্টার ইন্টেলিজেন্স এবং বিদেশী গোয়েন্দাদের ক্ষেত্রে নেতৃস্থানীয় সংস্থা। এখানে যারা চাকুরী করে তারা অত্যন্ত সৎ এবং বিচক্ষণ হয়ে থাকে। খুব একটা তাদের অপরাধের খবর কিংবা তাদের কোন ভুল খুব একটা তাদের গন্ডি পেরিয়ে জনসাধারণের কাছে আসে না। এই সংস্থায় যারা চাকুরী করে তাদেরকে সবাই সম্মানিত বলেই জানে। কিন্তু এনএসআই সদস্য মোঃ নাজমুল করিম এনএসআইতে কর্তব্যের নিয়মের ব্যতিক্রম হিসেবে এমন কিছু কাজ করেছে, যা সম্পূর্ণ একটি এলাকাকে প্রশ্নবিদ্ধ করেছে। এ যেন আলেমের ঘরে জন্ম হওয়া কোন এক জালেমের বিষয় উঠে এসেছে। ইতিমধ্যে এই এনএসআই সদস্যের বিরুদ্ধে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হলে তিনি বিভিন্ন লোক মারফত গণমাধ্যম অফিসকে জানায়, কয়েকদিনের মধ্যেই আপনাদের সম্পাদক এবং রিপোর্টারকে এনএসআই অফিসে ডাকা হবে। আমার পিছনে লাগলে ভিটায় ঘুঘু চড়াবো ইত্যাদি বলে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। ইতিমধ্যে এনএসআই সদস্য মোঃ নাজমুল করিম এর বিরুদ্ধে রাজধানী তুরাগ থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। আবার তার কৃতকর্মের ইতিবৃত্ত বর্ণনা করে এনএসআই এর মহাপরিচালক বরাবর তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন দেওয়া হয়েছে।

বক্তারা আরো বলেন, উলুদাহ, বাদালদি, উত্তরা এলাকার এক বড় আতঙ্কের নাম এনএসআই মোঃ নাজমুল করিম, পিতার নাম-মোঃ আব্দুর রহমান সোনার, বসবাস করেন উলুদাহ, বাদালদী, ঢাকা। উনি এনএসআই তে চাকুরী করেন বলে সবাইকে ভয় দেখাবার স্টাইলে কথা বলেন এবং কথায় কথায় এনএসআই এর পাওয়ার সম্পর্কে গল্প করেন। উনাকে এলাকার বাসিন্দারা এনএসআই নাজমুল নামেই চিনেন। এলাকার বাসিন্দারা জানেন, উনি এনএসআই এর বড় অফিসার হিসেবে কাজ করেন। এই জন্য এলাকার বাসিন্দারা উনাকে ভয় পায়। উনি এনএসআইতে চাকুরির সুবাদে এলাকায় অন্যের জমি দখল, অন্যের রাস্তা বন্ধ করে দিয়ে কম দামে জমি বিক্রি করতে জমির মালিকদের বাধ্য করেন। জমির ব্যবসা করে, অন্যের জমি দখল করে কোটি কোটি টাকা বানিয়ে ফেলেছেন। এলাকায় স্থানীয় বাসিন্দাদের কাছে এনএসআই নাজমুল একটি মস্তবড় আতংকের নাম। সরেজমিন পর্যবেক্ষণে জানা যায় তার অবৈধ সকল কর্ম, টাকা পয়সা লেনদেন হয়, তার সহযোগী সফিক এবং তার অন্যান্য সহযোগীদের ব্যাংক এক- াউন্টের মাধ্যমে। জমি দখলে সহায়তা করেন স্থানীয় সাবেক মেম্বার এবং তার লালিত পালিত স্থানীয় সন্ত্রাসী গ্যাং এর মাধ্যমে। আরো জানা যায় তার লালিত পালিত নিজস্ব ক্যাডার বাহিনীও রয়েছে এসব নিজস্ব ক্যাডার বাহিনী ও স্থানীয় সন্ত্রাসী ও ভাড়াটে সন্ত্রাসীদের দ্বারা তারা এলাকায় ত্রাস সৃষ্টি করে অবৈধভাবে সাধারণ মানুষের জমি দখল করে। এনএসআই নাজমুল যাদেরকে তার কাজে ব্যবহার করে আসছে, তাদের সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, তারা সবাই জুলাই ২০২৪ ইং থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার বৈধ আন্দোলনকে হটাতে ফ্যাসিস্ট সরকারকে তাদের সর্বচ্চ শক্তি দিয়ে সহযোগিতা করেছে। রাতের আধারে জমি দখল যেন তার নিত্যদিনের কার্যক- লাপের একটি। বিগত সরকারের আমলে এনএসআই নাজমুল পরিচয়ে দখল হয়েছে জমির পর জমি, ভূমিহীন হয়েছে কয়েক’শ পরিবার। কিন্তু অদৃশ্য শক্তির ইশারায় প্রশাসন সব সময় এনএসআই নাজমুলকে সহযোগিতা করেছে, তার নিকট থেকে অবৈধ অর্থ পাওয়ার আশায়। যেকোন সমস্যা আসলে এনএসআই নামজুল টাকা দিয়ে হোক, লোকবল দিয়ে হোক প্রতিবাদির মুখ বন্ধ করেছে এবং এখনও করে আসছে।