নিজস্ব প্রতিবেদক: এনসিপির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়কে স্বাগত জানান এবং এটিকে বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে এক মাইলফলক হিসেবে অভিহিত করেন।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে রায়ের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আজকে ঐতিহাসিক দিন। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত যে মানবতাবিরোধী অপরাধ করেছিল আওয়ামী লীগ ও শেখ হাসিনা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই রায় এসেছে। সেই রায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা এই রায়কে স্বাগত জানাই।
তিনি বলেন, ১৬ জুলাই যেদিন আমার ভাই আবু সাঈদকে হত্যা করা হয়েছিল, সেদিনই আমরা প্রতিজ্ঞা করেছিলাম, এই হত্যার বিচার আমরা আদায় করেই ছাড়ব।