
জাতির সংবাদ ডটকম।।
সাভারের আশুলিয়ায় বুধবার (৩০ জুলাই) একযোগে বিএনপির জনসভা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। দুটি রাজনৈতিক দলের কর্মসূচি স্বল্প দূরত্বে ও প্রায় একই সময়ে হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানা গেছে, বুধবার বিকেল ৩টার দিকে গত বছরের ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে সংঘটিত ‘ছাত্র-জনতার গণহত্যা’ স্মরণে আশুলিয়ার শ্রীপুর এলাকার দারুল ইহসান মাদরাসার মাঠে জনসভা করবে বিএনপি।
জনসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং জেলা ও উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মীরা।
অন্যদিকে, একই দিন সকালে নরসিংদীতে পদযাত্রা করবে এনসিপি। বিকেল ৫টায় আশুলিয়ার বাইপাইল এলাকায় এনসিপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা প্রস্তুতি নিয়েছেন।
দুটি দলীয় কর্মসূচি ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, বিএনপির জনসভা ও এনসিপির পদযাত্রা একই দিনে অনুষ্ঠিত হচ্ছে। এজন্য আশুলিয়ায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট সার্বক্ষণিক নজরদারিতে থাকবে।