‎একই দিনে এনসিপি ও বিএনপির কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি নিরাপত্তা

মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫


জাতির সংবাদ ডটকম।।

‎সাভারের আশুলিয়ায় বুধবার (৩০ জুলাই) একযোগে বিএনপির জনসভা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। দুটি রাজনৈতিক দলের কর্মসূচি স্বল্প দূরত্বে ও প্রায় একই সময়ে হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

‎জানা গেছে, বুধবার বিকেল ৩টার দিকে গত বছরের ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে সংঘটিত ‘ছাত্র-জনতার গণহত্যা’ স্মরণে আশুলিয়ার শ্রীপুর এলাকার দারুল ইহসান মাদরাসার মাঠে জনসভা করবে বিএনপি।

‎ জনসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং জেলা ও উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মীরা।


‎অন্যদিকে, একই দিন সকালে নরসিংদীতে পদযাত্রা করবে এনসিপি। বিকেল ৫টায় আশুলিয়ার বাইপাইল এলাকায় এনসিপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা প্রস্তুতি নিয়েছেন।

‎দুটি দলীয় কর্মসূচি ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

‎আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, বিএনপির জনসভা ও এনসিপির পদযাত্রা একই দিনে অনুষ্ঠিত হচ্ছে। এজন্য আশুলিয়ায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট সার্বক্ষণিক নজরদারিতে থাকবে।