একতা ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে নগরীতে শীতবস্ত্র বিতরণ

বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫

জাতির সংবাদ ডটকম।।

একতা ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যেগে সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে শীতার্তদের মাঝে গত ৮ জানুয়ারি দিবাগত রাতে কম্বল বিতরণ করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুর রহমান মুক্তা, সাংবাদিক আব্দুল মুক্তাদির, সাংবাদিক স্বর্নজিত দেব নাথ, বিদ্যুৎ, তরফদার, মান্না। উক্ত শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোছা: কবিতা আক্তার, সিনিয়র সহ- সভাপতি: বদরুন্নাহার হক, সাধারণ সম্পাদক জোয়েল মিয়া, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাজিম আহমেদ তানিম, দপ্তর সম্পাদক মো: ফয়েজ আহমদ, অর্থ সম্পাদক সোহেব আহমদ, প্রচার সম্পাদক মো: রেহান আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো: মুরশেদ আহমেদ, ত্রান ও পুণর্বাসন সম্পাদক মো: মাহদি, সুমন, জিহান প্রমুখ।

শীতবস্ত্র বিতরণকালে অতিথি বলেন, আমাদের এই স্বল্প উপহার হয়তো তাদের শীত উন্মোচন করতে পারবে না,তবে এই মারাত্মক ঠান্ডার হাত থেকে কিছুটা হলেও বাঁচতে সাহায্য করবে। এ কার্যক্রম আগামীতে ও অব্যাহত রাখা উচিত।