একতা ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যেগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

জাতির সংবাদ ডটকম।।

২৬ তারিখ বুধবার বিকেলে নগরীর করেরপাড়া এলাকায় একতা ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যেগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্যাম্পেইনে প্রায় ৫০০ এর বেশি জনসাধারণকে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়। উক্ত ক্যাম্পেইনে একতা ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মোছাঃ কবিতা আক্তার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল মিয়া এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একতা ফাউন্ডেশনের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব আজিজ খান সজিব। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেইফটি সোশ্যাল অর্গানাইজেশন এর প্রতিষ্ঠাতা মুহিবুর রহমান ও রক্তের বন্ধন যুব উন্নয়ন সংস্থার মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ লুবলা প্রিয়া, বন্ধুমহল রক্তদান সোসাইটির প্রতিষ্ঠাতা রোমান আহমদ ও সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সোহেব আহমদ, দপ্তর সম্পাদক ফয়েজ আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আসজাদ আহমদ মুরশেদ, প্রচার সম্পাদক রেহান আহমদ, সাবেক সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, জাকির হোসেন, সদস্য শেখ সাদিক মাহমুদ, হোসেন আহমদ প্রমুখ।