একবার যদি সুযোগ আসে

মঙ্গলবার, মার্চ ৫, ২০২৪

।। কানিজ ফাতেমা ।।

গতকাল যা লিখেছি শিখেছি
আজ মনে নেই
গতকাল যা জেনেছি বুঝেছি
আজ তা হারিয়ে গেছে
পথের বাঁকে কথার ফাঁকে,
গতকাল ভালো ছিল
এই আক্ষেপে জড়াতে চাই না।

আজটাকে সাজাতে চাই মনের মত
অভিযোগ যত তুলোর মত
হাওয়ায় উড়ুক পুড়ুক রোদে।
গতকালের আক্ষেপগুলো ধুলোর মত
থাক না পরে ঘরের কোনে আপন মনে ,
যেমন আছি ভালো আছি
কি দরকার সামনের ভাবনা ভাবার?

আগামী কি রেখেছে নাই তা জানা
তাল বাহানা অনেক হলো
অতীতটা থাক কার্নিশে,
দেয়াল জোড়া আর্টপিস আর
পুরোনো খাটের বার্নিশে
ঢাকা থাক ছোটছোট সূক্ষ ক্ষত,
পৃথিবীতে মনের মত
জীবন বলো কে পেয়েছে?
তাই আক্ষেপ যত পেছনে ফেলে
আকাশ নীলে তাকিয়ে ভাবি,

একবার যদি সুযোগ আসে
ইচ্ছেগুলো পূরণ করবো ইচ্ছে মত,
বিষাদ যত ফেলবো ছুড়ে আস্তাকুঁড়ে
রঙে মুরে স্বপ্ন সাধের ঘুড়িটাকে
নতুন করে সাজিয়ে দেব বাজিয়ে নেব
এলেমেলো ভাবনাগুলোর শক্তিটাকে।

কথার ফাঁকে দুচোখ আঁকে
আকাশ ছোঁয়ার নীল নকশা,
ঝাপসা নিরেট সকল কালো
আলোক ধারায় ভাসিয়ে দেব
যেটুকু পাবো তাতেই খুশি।

এ জীবনের চাওয়া পাওয়ার
হিসেবটা বড় গোলমেলে,
কি পেয়েছি কি চেয়েছি
তা নিয়ে ভাববো না আর,
লিখবো না আর
অভিমানের গল্পকথা,
চোখের পাতা ভিজবে না আর
ইচ্ছে এবার ইচ্ছেগুলো
সাজিয়ে নেব ইচ্ছে মত।