
জাতির সংবাদ ডটকম।।
এক সপ্তাহের সফরে ঢাকায় এসেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডেভিড হাস । শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে-৫৮৬) তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
সফরকালে তিনি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অবস্থান করছেন এবং আগামী ৫ সেপ্টেম্বর ওয়াশিংটনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে। বর্তমানে পিটার হাস যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান ‘এক্সিলারেট এনার্জি লিমিটেড’-এ স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন।
পিটার হাসের এই সফর ছয় মাসের ব্যবধানে তার দ্বিতীয় বাংলাদেশ ভিজিট। তবে এর আগে ৫ আগস্ট তিনি গোপনে বাংলাদেশে এসেছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে গুঞ্জন ছড়ায়। ওই সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পাঁচ শীর্ষ নেতা কক্সবাজারে অবস্থান করছিলেন। এরপর থেকেই গুঞ্জন ওঠে, তারা সেখানে পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করে জানান, ছবিতে যিনি রয়েছেন তিনি পিটার হাস—যদিও এটি বাংলাদেশের ভেতরে তোলা কিনা, সে বিষয়ে পরিষ্কার কিছু বলা হয়নি।
শেখ হাসিনা সরকারের মেয়াদে পিটার হাস ছিলেন অন্যতম আলোচিত বিদেশি কূটনীতিক। গণতন্ত্র, মানবাধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে তার প্রকাশ্য বক্তব্য বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বিশেষ করে ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে তিনি সক্রিয় ভূমিকা রাখেন, যার জেরে আওয়ামী লীগপন্থী মহল থেকে তার প্রতি তীব্র সমালোচনা এবং হুমকিও আসে।
তবে নির্বাচনের আগে থেকেই তিনি ধীরে ধীরে নীরব হয়ে পড়েন এবং ঢাকায় জুলাই আন্দোলন শুরু হওয়ার পর ওই মাসের শেষ দিকে বাংলাদেশ ত্যাগ করেন। চলতি বছরের এপ্রিল মাসে তিনি শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করেন বলে জানা যায়।