এখন ভোটের চ্যালেঞ্জ মোকাবিলা করার সময় : সালাম

শনিবার, জানুয়ারি ১০, ২০২৬

জাতির সংবাদ ডটকম।। 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, “৫ই আগস্টের পর নানা অপপ্রচার চালিয়ে বিএনপিকে খালি মাঠে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বলা হচ্ছিল বিএনপি শেষ, চেয়ারম্যান নেই। কিন্তু যেদিন তারেক রহমান ঢাকার রাজপথে নামলেন, সেদিন থেকেই সব অপশক্তি পালিয়ে গেছে। তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখার পর কোটি কোটি মানুষ জেগে উঠেছে। সামনে নির্বাচন এখন ভোটের চ্যালেঞ্জ মোকাবিলা করার সময়।

শনিবার ১০ জানুয়ারি রাজধানী বনানীতে ঢাকা ১৭ আসনের নির্বাচনী কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি সব কথা বলেন।

সালাম বলেন, আজ বিএনপির প্রতি যে বিশাল জনসমর্থন তৈরি হয়েছে, সেটা আমাদের জন্য এক ধরনের বড় চ্যালেঞ্জ। কারণ এত মানুষ যদি মাঠে থাকে, কিন্তু ভোটের বাক্সে যদি তার প্রতিফলন না ঘটে তাহলে সেটা আমাদের জন্য কঠিন হবে। তাই এই সমর্থনকে ভোটে রূপান্তর করতেই হবে।

আবদুস সালাম বলেন, আমরা এবার শুধু কেন্দ্র নয়, একেবারে ইউনিট পর্যায়ে কাজ করব। একটি কেন্দ্রে প্রায় ২ থেকে আড়াই হাজার ভোটার থাকে। আমাদের কর্মী আছে, আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক ভোটারের কাছে পৌঁছাতে পারব।

তিনি বলেন, জামায়াত ছয়-আট মাস ধরে নির্বাচনী মাঠে আছে, আর সামনে আমাদের হাতে থাকবে মাত্র ১২ থেকে ১৮ দিন। এই অল্প সময়েই আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। সবাইকে প্রয়োজনে ছুটি নিয়ে মাঠে নামতে হবে।

তিনি আরও বলেন, অনেক সময় স্থানীয় নেতারা বাস্তব পরিস্থিতি আড়াল করে বলেন সব ঠিক আছে’। কিন্তু আপনারা সত্য তথ্য দেবেন। কোথায় দল কাজ করছে না, কোথায় সমস্যা আছে, কোথায় অফিস নেই এই তথ্য দিলে আমরা সেখানে নতুন করে শক্তি পাঠাতে পারব।

আবদুস সালাম বলেন, যখন একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন আইনজীবী বা কৃষিবিদ ভোটারের দরজায় যাবে, তখন সাধারণ মানুষের বিশ্বাস বাড়বে। লোকাল নেতারা তো সবসময় যান, কিন্তু পেশাজীবীদের উপস্থিতি আলাদা গুরুত্ব তৈরি করে।

তিনি ঘোষণা দেন, ২২ তারিখের আগেই সব প্রস্তুতি শেষ করতে হবে। ২২ তারিখ থেকে এমনভাবে এলাকায় নামতে হবে যেন শুধু বিএনপি আর তারেক রহমানই দেখা যায়। তবে আমরা মারামারি বা ঝগড়া করব না শুধু সংগঠিত ও শান্তিপূর্ণভাবে কাজ করব।

তিনি বলেন, তারেক রহমান আমাদের দলের চেয়ারম্যান। তাকে প্রধানমন্ত্রী বানাতে না পারলে আমরা সরকার গঠন করতে পারব না। এই দায়িত্ব আপনারা সবাই নিয়েছেন। ইনশাআল্লাহ, আমরা জিতব।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, নাজিমদ্দিন আলম সহ ঢাকা ১৭ আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।