জাতির সংবাদ ডটকম।।
ববি হাজ্জাজ এর নেতৃত্বাধীন ৪৩ তম নিবন্ধিত রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম থেকে দলের গনতন্ত্র ও জবাবদিহিতা না থাকার কারণে পদত্যাগ করেন এনডিএম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লায়ন নূরুজ্জামান হীরা।
রবিবার দুপুরে গণমাধ্যমের সামনে তিনি এ ঘোষণা দেন।
তিনি এই দলের গঠন প্রক্রিয়া সহ দলের সকল কার্যক্রম এর সাথে কার্যকর ভাবে বিভিন্ন দায়িত্বে থেকে নেতৃত্বর মাধ্যমে এনডিএম কে আজকের এই পর্যায়ে তুলে এনেছন।
হীরা বলেন, একজন রাজনীতিবিদ এর মানবিক মানুষ ও গণতান্ত্রিক মানুষ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরী। এ গুন গুলো ছাড়া কারো রাজনীতি তে আসা উচিত নয়।
তিনি মনে করেন এই দলের মাধ্যমে গনতন্ত্র চর্চা ও গনতন্ত্র পুনঃ উদ্ধার করে বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।