এন্টিড্রাগ সোসাইটি ২০২৬-২৭ মেয়াদে কার্যনির্বাহী কমিটি গঠন মোঃ আল হাদী সভাপতি ও জাকির হোসেন সাধারণ সম্পাদক

সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫

জাতির সংবাদ ডটকম।। 

মাদকবিরোধী সংগঠন এন্টিড্রাগ সোসাইটি অদ্য ১ সেপ্টেম্বর সংগঠনের কার্যালয়ে সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাকির হোসেন এর সঞ্চালনায় ও সভাপতি জহিরুল হক রানা’র সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকলের মতামত ও পরামর্শে সোসাইটিকে আরো গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে নতুন কমিটি পুনর্গঠন করা হয়েছে। একই সাথে বর্তমান সভাপতির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তাকে সোসাইটির উপদেষ্টা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন কমিটিতে এনপিবি নিউজ’র সম্পাদক মোঃ আল হাদী কে সভাপতি ও সিনিয়র সাংবাদিক জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে আগামী ২০২৫-২৬ মেয়াদে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- জ্যেষ্ঠ সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আ হ ম মনিরুজ্জামান দেওয়ান মানিক, সহ-সভাপতি সিরাজুল ¦সিলাম, সহ-সভাপতি মইনুল ইসলাম ময়েন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম ও তোফাজ্জল হোসেন ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক এম এইচ প্রিন্স, কোষাধ্যক্ষ প্রদীপ কুমার পাল, দপ্তর সম্পাদক মোঃ রেজাউল করিম, প্রচার সম্পাদক তুহিন সরকার, নারী বিষয়ক সম্পাদক রাশিদা আক্তার পলি, নির্বাহী সদস্য আশরাফ সরকার, কাজী আবির আসলাম ও মোঃ কালাম হোসেন।