এফডিইবি সিলেট মহানগর শাখার সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫

শহীদ আহমদ খান।।

সিলেট লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেছেন, রাসুল (সাঃ)-এর নির্দেশিত নৈতিকতার পথ অনুসরণ করে আমাদেরকে দেশ পরিচালনায় অগ্রণি ভূমিকা রাখতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের প্রযুক্তি খাতে সবচেয়ে বেশি অবদান রেখে যাচ্ছেন। আজ যারা জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, তাদের ওপর শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণের গুরু দায়িত্ব অর্পিত হলো।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রযুক্তিনির্ভর উন্নয়নযাত্রায় দক্ষ মানবসম্পদের বিকল্প নেই। শিক্ষাঙ্গনে যারা দায়িত্ব পালন করেন, তাদের প্রতিটি সিদ্ধান্ত শিক্ষার্থীদের জীবন ও দেশের অগ্রগতিতে প্রত্যক্ষ প্রভাব ফেলে। তাই যোগদানের এই মুহূর্ত থেকে আপনারা সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার পরিচয় দিয়ে প্রতিষ্ঠানের মান আরও উন্নত করবেন। এফডিইবি সিলেট মহানগর সবসময় আপনাদের পাশে থাকবে এবং পেশাগত উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের করফারেন্স হলে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) সিলেট মহানগর শাখার উদ্যোগে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ও সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জুনিয়র ইন্সট্রাক্টর পদে যোগদান করায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) সিলেট মহানগর শাখার সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান জাকারিয়া এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমোনোলজি বিভাগের প্রফেসর ড. সুলতান আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. বিল্লাল হোসেন খান, সিলেট বিভাগ কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন, সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সন্তোষ চন্দ্র দেবনাথ, ও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী ইকবাল চৌধুরী, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) সিলেট অঞ্চলের পরিচালক প্রকৌশলী শাহজাহান কবির রিপন, ফোরামের সহ সভাপতি হাসানুজ্জামান চৌধুরী।
এফডিইবি সিলেট মহানগর শাখার সেক্রেটারী ইঞ্জিনিয়ার লায়েক আহমদের পরিচালনায় শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন প্রকৌশলী মুফাসস হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর রাজ্জাক।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের মহানগর শাখার সাবেক সেক্রেটারী ইঞ্জিনিয়ার জাফর আলী, সংবর্ধিত শিক্ষকদের পক্ষে শিমুল হোসেন, মিসবাহ আহমদ, মাহফুজ ইবনে মাহমুদ, মাহবুবুল আলম, ফরহাদ আহমেদ, আশিকুর রহমান, আব্দুল কুদ্দুস প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষক, জুনিয়র ইন্সট্রাক্টরদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।