আসলাম ইকবালঃ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-এর প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের বানিজ্যমন্ত্রী থাকাকালীন ১৯৫৭ সালের ৩রা এপ্রিল প্রাদেশিক পরিষদে বিল উপস্থাপনের মাধ্যমে চলচ্চিত্রর স্টুডিওর সুচনা করেছিলেন। চলচ্চিত্রের সূতিকাগার ১নং ফ্লোরটি এফডিসিতে এখনো বিদ্যমান। প্রতিষ্ঠাকালিন ৩রা এপ্রিলকে বঙ্গবন্ধু কন্যা জাতীয় চলচ্চিত্র দিবস ঘোষণা করেন। শুরুতে কয়েক বছর জাঁকজমক ভাবে চলচ্চিত্র দিবস পালন করা হলেও মাঝে করোনার কারনে ২ বছর দিবস পালন করা সম্ভব হয়নি। এবার রোজার কারনে দায়সারা ভাবে দিবসটি পালন করা হলো। এফডিসিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। পরে বেলুন ও পায়রা উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ উদ্বোধন করেন। দুপুর ১২.৩০ মি. কালারল্যাব হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ, অতিরিক্ত সচিব ফারুক আহমেদ, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মিসেস নুজহাত ইয়াসমিন, ফিল্ম আর্কাইভের ডিজে মোঃ জসিম উদ্দিন, পরিচালক সমিতির সভাপতি কাজী হয়াৎ, মহাসচিব শাহিন খান, প্রযোজক পরিচালক খোরশেদ আলম খসরু, পরিচালক মতিন রহমান, আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন। এ সময় চলচ্চিত্র শিল্পের প্রযোজক আমান, আলিমুল্লাহ খোকন, পরিচালক শাহ আলম কিরন, সোহানুর রহমান সোহান, এ জে রানা, ফিল্ম ক্লাবের সভাপতি কামাল মোঃ কিবরিয়া লিপু, প্রযোজক জসিম উদ্দিন, ইস্পাহানী, আবুল হোসেন মজুমদার, সাদেক সিদ্দিকী, আব্দুর রহমান বরফ, নায়িকা রোজিনা, সুজাতা আজিম, অঞ্জনা, ড্যানি সিডাক, এসডি রুবেল, জাদু আজাদ, সায়মন সাদিক ও জেসমিন উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন-চলচ্চিত্র শিল্প আবার ঘুরে দাড়াচ্ছে। আমাদের ছবি আন্তর্জাতিক অঙ্গনে মুক্তি পাচ্ছে। বঙ্গবন্ধুর হাত ধরে চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু হয়। এখানেই একটি চলচ্চিত্র ভবন নির্মান হচ্ছে, ৪টি সুটিং ফ্লোর থাকবে। ছবি সংগ্রহঃ মোস্তাফিজ মিন্টু।